• GAMC- Slide
  • GAMC- Slide
  • GAMC- Slide

ভর্তি


(ভর্তি সংক্রান্ত নিয়মাবলি)

 

১. সকল আবেদনকারী শিক্ষার্থীকে মাদ্রাসার নির্ধারিত         বয়স ও  শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে হবে।

2. ভর্তি ফরম পূরণ করার সময় সঠিক ও সম্পূর্ণ তথ্য         প্রদান বাধ্যতামূলক। ভুল বা অর্ধেক তথ্য দেওয়া হলে     ভর্তি বাতিল হতে পারে।
3. শিক্ষার্থীকে স্বাস্থ্যসচেতন ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।         স্বাস্থ্য সংক্রান্ত কোন সমস্যা থাকলে ভর্তি ফরমে             উল্লেখ করতে হবে।
4. ভর্তি প্রক্রিয়ার সময় আবশ্যকীয় নথি ও ছবি জমা           দিতে হবে (জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন,                   শিক্ষাগত সনদপত্র, ফটো ইত্যাদি)।
5. আবাসিক শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস/হোস্টেল             সংক্রান্ত নিয়মাবলি মেনে চলা বাধ্যতামূলক।
6. শিক্ষার্থী ও অভিভাবককে মাদ্রাসার নীতি, শিক্ষার           পরিবেশ ও আচার-আচরণ সম্পর্কে অবগত থাকতে        হবে।
7. ভর্তি নেওয়া শিক্ষার্থীর আচরণ বা কার্যকলাপ যদি           মাদ্রাসার  নীতি বা দ্বীনি আদর্শের পরিপন্থী হয়,              কর্তৃপক্ষ ভর্তি বাতিল বা পদক্ষেপ নেওয়ার অধিকার       সংরক্ষণ করে।
8. মাদ্রাসা কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে ভর্তি ফি,            নিয়ম ও শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করতে পারে।
9. ভর্তি হওয়া শিক্ষার্থীকে নিয়মিত নামাজ, কুরআন পাঠ     ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।